
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ তাদের সদস্যদের প্রস্তুত করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং এরই মধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের নির্বাচনী আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, এই বিশেষ প্রশিক্ষণ নির্বাচনকালীন দায়িত্ব পালনে তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আরও বেশি প্রস্তুত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব জেলা, মহানগর, রেঞ্জ ও থানা পর্যায়ের পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।