
জার্মানি ইউক্রেনকে আরও কয়েকটি মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে। রাশিয়ার আকাশ হামলা মোকাবিলায় এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনের হাতে পৌঁছেছে।
রোববার (২ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন। জেলেনস্কি জানিয়েছেন, তাঁর দেশে এখন আরও প্যাট্রিয়ট সিস্টেম এসেছে এবং সেগুলোর ব্যবহারও শুরু হয়েছে। নতুন যুদ্ধাস্ত্র পেয়ে জেলেনস্কি জার্মানি এবং দেশটির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে জার্মানি ঠিক কতটি সিস্টেম পাঠিয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি।
প্রেসিডেন্ট
জেলেনস্কি বলেন, "অবশ্যই, আমাদের মূল অবকাঠামো এবং দেশের সব শহরকে সুরক্ষিত রাখতে আরও সিস্টেমের প্রয়োজন। তিনি পশ্চিমা অংশীদারদের কাছে আরও বেশি প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, অন্যান্য যেকোনো দেশের তুলনায় জার্মানি তাদের নিজস্ব সেনাবাহিনী থেকে সবচেয়ে বেশি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দিয়েছে।
এদিকে, জেলেনস্কি জানান, গত রাতেও রাশিয়া ড্রোন আক্রমণ চালিয়েছে। এতে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।