
ডেমোক্র্যাট
প্রার্থী ঘাজালা হাশমি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নরের নির্বাচনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন। এর মাধ্যমে তিনি রাজ্যব্যাপী পদে নির্বাচিত দেশটির প্রথম মুসলিম নারী হিসেবে পরিচিতি পেলেন। সিএনএনের খবরে এই তথ্য জানানো হয়েছে।
হাশমি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন রিডকে
পরাজিত করেছেন। এই লেফটেন্যান্ট গভর্নরের পদটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি রাজ্য সিনেটের সভাপতিত্ব করবেন এবং ভোটের সমতার ক্ষেত্রে সিদ্ধান্তমূলক ভোট দিয়ে সম্পর্ক ছিন্ন করতে সক্ষম হবেন।
রিচমন্ড-এলাকার সাবেক রাজ্য সিনেটর হাশমি ২০১৯ সালে চেম্বারের পরিবর্তনে সহায়তা করেছিলেন। তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছিলেন। তিনি ভার্জিনিয়ার প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান হিসেবে রাজ্যব্যাপী নির্বাচিত হলেন।
ঘাজালা হাশমি জুন মাসে পাঁচজন প্রাথমিক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে মনোনয়ন জিতে নেন।
অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী জন রিড শিক্ষা ও ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের ঘিরে সাংস্কৃতিক বিষয়গুলোকে তাঁর প্রচারণার কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন।