প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে ৭১ হাজার পুলিশ

সারাদেশে সকল পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার ৬৬ পুলিশ সদস্য মোতায়েন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর।
রবিবার (২৮ সেপ্টেম্বরে) দুপুরে গণমাধ্যমে পাঠানো পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারাদেশে প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজার আয়োজন হয়েছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের শুরু থেকে অল্প কয়েকটি স্থানে ছোটখাট দুর্ঘটনা ঘটেছে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এ সকল ঘটনা প্রশমিত বা প্রতিকার করা হচ্ছে।
প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল স্থানে পূজা উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো মূলত সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধের ফলাফল।
পুলিশ সদর দফতর জানায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতিতে ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখিত সংঘটিত নয়টি ঘটনার তিনটিতে জিডি, ছয়টিতে মামলা রুজু হয়েছে এবং ৬ জন আসামি গ্রেফতার হয়েছে। তারমধ্যে ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
Copyright © 2025 All rights reserved.