প্রিন্ট এর তারিখঃ Nov 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন সিইপিজেড, একের পর এক বিস্ফোরণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এ ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সিইপিজেডের ৫ নম্বর রোডে অবস্থিত ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের একটি নয়তলা ভবনের সপ্তম তলায় বৃহস্পতিবার বেলা ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পুরো ভবন অগ্নিগর্ভ হয়ে ওঠে। আগুনের ভয়াবহতায় গোটা এলাকা ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন হয়ে পড়ে এবং কেমিক্যাল মজুদ থাকার কারণে কিছুক্ষণ পরপর বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায়।
খবর পেয়ে মাত্র দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ধাপে ধাপে ইপিজেড, আগ্রাবাদসহ বিভিন্ন স্থান থেকে মোট ২১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় নৌ ও বিমানবাহিনীর ইউনিটগুলোও। আগুন দেখতে উৎসুক জনতা কারখানার আশপাশে ভিড় করায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটে। তবে সতর্ক অবস্থানে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের কারখানাগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রাথমিক তথ্যে জানা যায়, উক্ত কারখানায় রেইনকোট, মেডিকেল এক্সেসরিজসহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য তৈরি হতো। এটি দেশি-বিদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এর একপাশে রয়েছে পেনিনসুলা এবং আরেক পাশে স্মার্ট জ্যাকেট নামের দুটি পোশাক কারখানা। আগুন লাগার সময় শ্রমিকরা দ্রুত নিচে নেমে আসায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ষষ্ঠতলায় হঠাৎ করে আগুন দেখা যায়, যা দ্রুত উপরতলার দিকে ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ শুরুতে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ৯৯৯-এ ফোন করে সাহায্য চায়।
রাত সোয়া ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে এবং ভবনের প্রতিটি ফ্লোরেই তা ছড়িয়ে পড়েছে। ধোঁয়া ও বিস্ফোরণের কারণে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট এবং নৌবাহিনীর ৬টি ইউনিট ছাড়াও বিমানবাহিনীর একটি ফায়ার ইউনিট কাজ করছে।
সার্বিকভাবে, এটি একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যা এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
Copyright © 2025 All rights reserved.