প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
শাকসুর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষ শিগগিরি রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রেজিস্ট্রার ভবনের নিচতলায় নির্বাচন কমিশন ঘোষণা করেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। এসময় আরও উপস্থিত ছিলেন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
১৩সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকদ্দেছকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, সিইই বিভাগের অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, পিএসএস অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, বাংলা বিভাগের ড. মো. রিজাউল ইসলাম, এফইটি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ,রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম,সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল জলিল, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, আর্কিটেকচার বিভাগের স্থপতি ইফতেখার রহমান, ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।
Copyright © 2025 All rights reserved.