শ্রমিকদের পাওনা না দিয়ে কোনো মালিককে আরাম-আয়শে থাকতে দেওয়া হবে না—এই হুঁশিয়ারি করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কাজের জায়গায় হেনস্তা—বিশেষত নারী শ্রমিকদের বিরুদ্ধে হওয়া কার্যকলাপ—নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমিকদের ব্ল্যাকলিস্ট করা যাবে না এবং মালিক পক্ষ যদি এমন করার চেষ্টা করে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মাতৃত্বকালীন ছুটির সময়ও বাড়ানো হয়েছে।
আলোচনা সভাটি শ্রম অধিকার সংক্রান্ত বিষয়কে ভিত্তি করেই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত করে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো ইনফরমাল শ্রমিকদের আইনের আওতায় আনা—এ নিয়ে সরকার কাজ করছে—এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকারকেও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রম মন্ত্রণালয় আগের তুলনায় অনেক এগিয়ে এসেছে; দাবি-দাবি বহু এবং শ্রমিক অসন্তোষও ব্যাপক—তবে সরকার কিছুটা হলেও তা লাঘব করতে পেরেছে। তিনি সতর্ক করেন যে নতুনভাবে গজিয়ে উঠা কিছু শ্রমিক নেতা পরিস্থিতি জটিল করার চেষ্টা করে; এ ধরনের প্রেক্ষাপটে দীর্ঘদিন কাজ করা সিনিয়র শ্রমিক নেতাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা।
উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও জানান যে বিভিন্ন সময়ে মালিকপক্ষের করা মোট ৪৮ হাজার মামলা উত্তোলন (উইথড্র) করা হয়েছে এবং আগামীতে কোনো মালিকপক্ষ শ্রমিকদের ব্ল্যাকমেইল করতে পারবে না।