নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ হুঁশিয়ারি দেন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ঝটিকা মিছিল বের করছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা। সম্প্রতি ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ১৩ নভেম্বর দলীয় ‘লকডাউনের’ মত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে সরকারের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেন প্রেস সচিব।
সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে সম্প্রতি নানককে লকডাউনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতে শোনা যায়।
আবার দিন কয়েক আগে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এতে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার নির্দেশ দেন।
প্রেস সচিব বলেন, যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার ‘বড় কসাই, বুচার অব বেঙ্গল’ ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমিতি, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স অ্যাপ্লাই হবে। কঠিনভাবে হবে, আইনের এখানে কোনো ব্যাত্যয় হবে না।
এই সরকার এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।