সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে গত ১৯ সেপ্টেম্বর তার বিয়ে সম্পন্ন হয়। ফারিয়ার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।
বিয়ের পর ভক্ত-অনুরাগীদের একটাই প্রশ্ন—মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন তাদের প্রিয় তারকা? সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ নিয়ে জানতে চেয়েছেন। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন, নতুন বরের সঙ্গে মধুচন্দ্রিমায় মালদ্বীপে যাচ্ছেন তারা। ফারিয়া বলেন, "আগামী মাসে মালদ্বীপে হানিমুনে যাবো।"
বিয়ের পরে একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনাও রয়েছে তাদের। ফারিয়া জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে সহকর্মী, স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি জমকালো সংবর্ধনার আয়োজন করবেন তারা।
প্রসঙ্গত, এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিবাহ। এর আগে ২০১৯ সালে তিনি হারুনুর রশীদ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে তাদের সংসার ১ বছর ৯ মাসের বেশি টেকেনি এবং পরবর্তীতে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গেলেও তখন তিনি এ বিষয়ে মুখ খোলেননি। অবশেষে নতুন জীবন শুরু করলেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা শবনম ফারিয়া পরবর্তীতে নাটক, ওয়েব ফিল্ম ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব।