সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, মাহমুদ আলী কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ১৩ দিন ধরে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
দিনাজপুর-৪ থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবুল হাসান মাহমুদ আলী। সবশেষ ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
নিউজটি আপডেট করেছেন :
রাজধানী টিভি
মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান
- প্রকাশের সময় : Nov 7, 2025 ইং
ছবির ক্যাপশন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ