চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় তিনিসহ মোট তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পোস্টে জানানো হয়, চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর ওপর হামলা চালায় এবং তাঁর পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে গুলি করে। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অন্য দুজন হলেন সরওয়ার বাবলা ও আরও একজন। ওসি জানান, এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার কারণ এবং বিস্তারিত তথ্য জানতে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।