ফরাসি মিলিয়নার ফ্রেডেরিক আর্নল্টের সঙ্গে ব্ল্যাকপিঙ্ক তারকা লিসার প্রেমের গুঞ্জনটা বেশ পুরোনো। ফ্রেডেরিক আর্নল্টের দক্ষিণ কোরিয়া সফর ঘিরে গুঞ্জনটা আবারও ডালপালা মেলেছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোসুন বিজ এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রেডেরিক আর্নল্ট বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
দক্ষিণ কোরিয়া সফরে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সিউলের একাধিক স্টোর ঘুরে দেখেছেন।
৫ ও ৬ জুলাই গিওয়াংয়ে ব্ল্যাকপিঙ্কের কনসার্ট ছিল, আর এরপরই কোরিয়ায় আসেন ফ্রেডেরিক। বিষয়টি নিয়ে দুজনের প্রেমের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
দুইয়ে দুইয়ের চার মেলাচ্ছেন কেউ কেউ। ভক্তদের একাংশের ধারণা, এই সফর কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। লিসার কনসার্টে উপস্থিত থাকার জন্যই তিনি সময় মিলিয়ে এসেছেন। তবে তিনি কনসার্টে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
২০২৩ সাল থেকে লিসা ও ফ্রেডেরিকের প্রেমের গুঞ্জন চলছে। তাঁদের একসঙ্গে অনেকবার দেখা গেলেও, এখনো কেউ সম্পর্কের ব্যাপারে কিছু বলেননি।

