নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় চোর সন্দেহে এক নারীকে বেঁধে নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে গেছে। তিন মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ২০-২৫ বছর বয়সী এক নারীর দুই হাত বাঁধছেন এক লোক এবং তাকে মারধর করছেন এক নারী
ভিডিওতে ভুক্তভোগী নারীকে গালমন্দ করতে শোনা যায় অনেককে। কেউ জিজ্ঞাসা করছেন, তিনি অটোরিকশা চুরি করেছেন কি না। তখন ওই নারী কাঁদছেন আর বলছেন, 'আমাকে মাইরেন না।'