রাজধানীর জিয়া উদ্যানের লেকে দেশসেরা সাঁতারুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে সাঁতারুরা তাঁদের দক্ষতা ও প্রতিভার নিপুণ প্রদর্শন করেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ভরপুর।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তফা জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোরুজ্জামান আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, শেরেবাংলা নগর থানা বিএনপির নেতৃবৃন্দ এবং ২৭, ২৮ ও ৯৯ নম্বর ওয়ার্ড বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে এ আয়োজন রূপ নেয় এক স্মরণীয় ক্রীড়া উৎসবে, যা সুস্থতা, নান্দনিকতা ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থান করে নেয় সবার মাঝে।