| বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে: ফখরুল মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান ১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেয়ার বার্তা নাহিদের সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলের জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে লাশের মিছিলে আরও ৫ জন, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩৪ আওয়ামী লীগ আমলে সাংবাদিকতা তলানিতে ছিল : প্রেস সচিব চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলির ঘটনায় বিক্ষোভ আগামী পাঁচ বছরে ১ লাখ দক্ষকর্মী নিবে জাপান ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ পিআর নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে মৃত ব্যক্তিকে ভোটের সুযোগ দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল ১১ তারিখের পর ৫ দফা না মানলে ঢাকার চিত্র পাল্টে দেয়ার হুশিয়ারী জামায়াতের পাখির খাদ্যের আড়ালে সাড়ে ৬ কোটি টাকার নিষিদ্ধ পপি বীজ জব্দ এক্সিম ব্যাংকের সাবেক এমডি সিরাজ গ্রেপ্তার মঞ্চ ৭১ মামলায় জামিন পেলেন লতিফ সিদ্দিকী রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ আ.লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে: প্রেস সচিব চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলিতে সরোয়ার নিহত নির্বাচনী গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩জন গুলিবিদ্ধ

আবার ফিফটি করেই সাজঘরে হৃদয়

  • প্রকাশের সময় : Jul 8, 2025 ইং
আবার ফিফটি করেই সাজঘরে হৃদয় ছবির ক্যাপশন: একাই লড়াই করছেন তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত
ad728

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে একাই দাঁড়িয়ে ছিলেন তাওহীদ হৃদয়। ৭৫ বল খেলে লড়াকু ঢংয়ে তুলে নিয়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি। তবে মাইলফলক ছোঁয়ার পরপরই সাজঘরের পথ ধরেছেন তিনি।

ব্যক্তিগত ৫১ রানে দুশমন্ত চামিরার গুড লেংথে পড়া বলে স্টাম্প বাঁচাতে পারেননি হৃদয়। আগের ম্যাচেও সমান ৫১ রান করেই আউট হয়েছিলেন এই ব্যাটার।

২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের সামনে এখন কঠিন পথ। স্বীকৃত ব্যাটারদের মধ্যে শুধু জাকের আলী-ই ক্রিজে রয়েছেন। লেজের সারির ব্যাটারদের নিয়ে তিনি কতটা কী করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে হৃদয় ছাড়া কেউই ন্যূনতম দায়িত্ব নিয়েও ব্যাট করেননি। ইনিংসের শুরুর দিকে ৬ বলের মধ্যে সাজঘরের পথ ধরেন ওপেনার তানজিদ তামিম (১৭) এবং তিনে নামা নাজমুল শান্ত (০)। এর মধ্যে দুর্দান্ত এক ইয়র্কারে তানজিদের স্টাম্প গুঁড়িয়ে দিয়েছেন আসিথা ফার্নান্দো। এরপর দুশমন্ত চামিরার বলে স্টাম্প বাঁচাতে পারেননি শান্ত।

পরে ক্রিজে থিতু হওয়ার আশা জাগিয়েও উইকেট ছুঁড়ে দিয়েছেন ওপেনার পারভেজ ইমন এবং অধিনায়ক মিরাজ। তাদের দুজনের ব্যাটেই এসেছে সমান ২৮ রান।

ছয়ে নেমে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে স্টাম্পড হয়েছেন শামীম পাটোয়ারি (১২)। জয়ের জন্য এখনো ১৩৩ রান চাই বাংলাদেশের, হাতে আছে মোটে ৪ উইকেট।

এর আগে পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরি এবং চারিথ আসালাঙ্কার ফিফটিতে ৭ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। 


নিউজটি আপডেট করেছেন : রাজধানী টিভি

কমেন্ট বক্স