নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি, ও নারায়ণগঞ্জ ৪ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা কামাল হোসেন দায়েমী।
মাওলানা মুনাওয়ার হুসাইন।
চৌধুরীবাড়ি বন্ধু কমিউনিটি সেন্টারে হাজার হাজার সমর্থকদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন
দেশ ও জাতির কল্যাণার্থে মোনাজাতের মাধ্যমে উক্ত প্রতিনিধি সম্মেলন সম্পূর্ণ হয়।