আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০১২৮ ফ্লাইটে গুরুতর আহত হয়েছেন এক কেবিন ক্রু। শুক্রবার এ ঘটনা ঘটে। আহত কেবিন ক্রুর নাম শাবামা আজমী মিথিলা।
সূত্র জানায়, বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এসময় মিথিলা তার নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ আবহাওয়াজনিত কারণে প্রবল টার্বুলেন্স শুরু হয়, যা প্রায় ছয় সেকেন্ড স্থায়ী ছিল। তখনও সিটবেল্ট সতর্কীকরণ সংকেত চালু হয়নি। হঠাৎ ধাক্কায় মিথিলা ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং তার হাত ভেঙে যায়। আহত হয়েও তিনি কিছু সময় দায়িত্ব পালন করেন।
বিমানকর্মীদের অভিযোগ, দুর্ঘটনার পর বিমানবন্দর মেডিকেল সেন্টার থেকে কোনো চিকিৎসক ঘটনাস্থলে উপস্থিত হননি। এমনকি জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি। এক সহকর্মীর সহায়তায় মিথিলাকে হাসপাতালে নেওয়া হয়।
পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় জানা যায়, তার বাম হাতের কনুইয়ের ওপরের অংশের হাড় ভেঙে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এতে তার স্বাস্থ্যঝুঁকি এবং অঙ্গহানির আশঙ্কা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, আহত কেবিন ক্রুকে বিমানবন্দর থেকে সরাসরি পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।