এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই হংকং দল কিছুটা আধিপত্য দেখাতে থাকে। তবে ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পায় স্বাগতিক বাংলাদেশ। এরপর পাল্টা আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করে জামাল ভূঁইয়ার দল।
ম্যাচের ১১তম মিনিটে কর্নার পায় বাংলাদেশ, যদিও সেটি কাজে লাগাতে পারেনি তারা। তবে পরের মিনিটেই আসে স্বপ্নের মুহূর্ত। ম্যাচের ১২তম মিনিটে ডি-বক্সের বাম পাশে ফাউলের শিকার হন ফয়সাল আহমেদ। সেই ফ্রি-কিক থেকেই অসাধারণ এক শটে বল জালে পাঠান হামজা চৌধুরী, এনে দেন বাংলাদেশের লিড।
বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। এর আগে ভুটানের বিপক্ষে করেছিলেন নিজের প্রথম গোল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামজার একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।