মো: আমিরুল ইসলাম
গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, সম্পুর্ণ স্রোতের বিপরীতে রাজপথে গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উত্থান হয়েছে গণঅধিকার পরিষদের। কোন শুভক্ষনে কারো আশির্বাদ পুষ্ট হয়ে পথচলা শুরু হয়নি গণঅধিকার পরিষদের।
আমাদের লক্ষ্যমাত্রা ভিন্ন, আমরা মানুষের কল্যানে রাজনীতি করি। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করি। শত বাধা হামলা মামলা জেল জুলুম ও রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথেই আছি আমরা। গণঅধিকার পরিষদ কারো স্বার্থ রক্ষার্তে রাজনীতি করেনা, তেমনি কারো রক্ত চক্ষুকেও ভয় পায় না। বিগত ১৭ বছরে যখন অনেকেই আওয়ামী লীগের দু:শাষনের বিরুদ্ধে মুখ খোলার বা প্রতিবাদ করার সাহস পেতো না।
তখন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জীবন বাজি রেখে দেশের বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন কলেজের ছাত্রদের নিয়ে হাসিনার সৈ¦রাচার বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা
করে বিভিন্ন গণতান্ত্রিক দাবি আদায়ের লক্ষে এবং অন্যায় ও দু:শাষনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মিছিল করেছে মিটিং করেছে। যে কারনে আমি অনেক বার হামলা মামলা ও জেল জুলুমের স্বীকার হয়েছি। আমাদের অনেক সহযোদ্ধা ও হামলা মামলা ও জেল জুলুমের স্বীকার হয়েছে। আমরা যেমন কারো আশির্বাদ নিয়ে পথচলা
শুরু করিনি, তেমনি আমরা কোন ব্যক্তি বা দলীয় স্বার্থে ব্যবহার হবো না।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তরায় আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এড. এসএম নূরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এড. খালিদ হোসেনর
সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের আহবায়ক ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব ড. সোয়েব মাহমুদ,
ঢাকা বারের আহবায়ক এড. মোমিনুল ইসলাম, সদস্য সচিব এড. হাবিবুর রহমান, খুলনা বারের আহবায়ক এড. মোশাররফ হোসেন, সদস্য সচিব এড.মাসুদুর রহমান, নারী এ্যাড. বেলাল হোসেন, আনোয়ারা আহমেদ মালা, এ্যাড. আলমগীর, ও নারগিস পারভীন, এ্যাড. ইয়াছিনসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী নেতৃবৃন্দ।