সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তার স্ত্রী পারভীন চৌধুরী, ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, এসব হিসাবের মধ্যে মায়ার নামে ১৬টি, পারভীনের ৩৬টি এবং রাশেদুলের ২৯টি ব্যাংক হিসাব রয়েছে।
দুদকের তরফে সংস্থার উপপরিচালক মোজাম্মিল হোসেন এসব ব্যাংক হিসাব জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধান চলাকালে অর্থ স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। তা ঠেকাতে ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা দরকার।
উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।