সাংবাদিকদের ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণসহ মোট ২১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।
শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে জেলার ৮ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের
ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নবম ওয়েজবোর্ড অবিলম্বে বাস্তবায়ন এবং দশম ওয়েজবোর্ড গঠন করতে হবে। চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে।
মানববন্ধনে
বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মানোয়ার হোসেন লিটন এবং সদস্য রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
সাংবাদিকদের
এই যৌক্তিক দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব। বক্তারা অবিলম্বে সরকারের কাছে সাংবাদিকদের ২১ দফা দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানান।