| বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে: ফখরুল মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান ১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেয়ার বার্তা নাহিদের সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলের জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে লাশের মিছিলে আরও ৫ জন, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩৪ আওয়ামী লীগ আমলে সাংবাদিকতা তলানিতে ছিল : প্রেস সচিব চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলির ঘটনায় বিক্ষোভ আগামী পাঁচ বছরে ১ লাখ দক্ষকর্মী নিবে জাপান ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ পিআর নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে মৃত ব্যক্তিকে ভোটের সুযোগ দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল ১১ তারিখের পর ৫ দফা না মানলে ঢাকার চিত্র পাল্টে দেয়ার হুশিয়ারী জামায়াতের পাখির খাদ্যের আড়ালে সাড়ে ৬ কোটি টাকার নিষিদ্ধ পপি বীজ জব্দ এক্সিম ব্যাংকের সাবেক এমডি সিরাজ গ্রেপ্তার মঞ্চ ৭১ মামলায় জামিন পেলেন লতিফ সিদ্দিকী রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ আ.লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে: প্রেস সচিব চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলিতে সরোয়ার নিহত নির্বাচনী গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩জন গুলিবিদ্ধ

কৃষি গবেষণা কাউন্সিলের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. ছালাম

  • প্রকাশের সময় : Nov 2, 2025 ইং
কৃষি গবেষণা কাউন্সিলের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. ছালাম ছবির ক্যাপশন:
ad728


নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নতুন নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে যোগ দিয়েছেন কাউন্সিলের শস্য বিভাগের সদস্য পরিচালক ড. মো. আবদুছ ছালাম। গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। তিনি অবসরপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিমের স্থলাভিষিক্ত হয়েছেন।

ড. মো. আবদুছ ছালাম ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার আওরাল গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কৃষি গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, পরিকল্পনা ও প্রশাসনিক কাজে যুক্ত আছেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৯০ সালে বিএসসি এজি (অনার্স) এবং ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্বে (হর্টিকালচার) এমএস সম্পন্ন করেন। ২০০৯ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে ২০১৩–১৪ সালে মনিটরিং এন্ড ইভালুয়েশন বিষয়ে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ শেষ করেন।

ড. ছালাম ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে ২০০৯ সালে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) যোগ দেন এবং পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগ, সাপোর্ট সার্ভিস ইউনিট ও শস্য বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২২ সালের নভেম্বরে তিনি সদস্য পরিচালক (শস্য বিভাগ) হিসেবে পদোন্নতি পান।

তিনি কৃষি ও উদ্যানতত্ত্ববিষয়ক ৬৬টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র, ৩৮টি সারাংশ এবং ২০টি বই লেখা বা সম্পাদনা করেছেন। এখন পর্যন্ত তিনি ১১টি নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ৬টি কৃষকের কাছে হস্তান্তর করেছেন। তিনি ইউএসএইড–এর সহায়তায় পিএইচডি, এমএস এবং পোস্ট-ডক্টরাল স্কলারশিপ পেয়েছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৭০টিরও বেশি প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেওয়া ড. ছালাম বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিএআরসির উত্তম কৃষি চর্চা (গ্যাপ) ইউনিটের আহ্বায়ক, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্যাপ স্ট্যায়ারিং কমিটির সদস্য সচিব এবং ক্রপ জোনিং প্রজেক্টসহ একাধিক প্রকল্পের প্রধান সমন্বয়কারী। পাশাপাশি তিনি একাধিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালের পর্যালোচক হিসেবেও কাজ করছেন।

নিউজটি আপডেট করেছেন : N Ray Raja

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়া

শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়া

ad300