নিজস্ব প্রতিবেদক : মানসম্পন্ন পণ্য বিক্রি না করায় কয়েকটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ( যুগ্ন জেলা ও দায়রা জজ) নুসরাত সাহারা বীথি।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে ‘খাদ্য আইন ২০১৩’এর বিভিন্ন ধারা লঙ্ঘন করার অপরাধে এসব অসাধু প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিজ্ঞ আদালত তাৎক্ষণিক ভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে নেসলে কিটক্যাট চকলেট, গোয়ালিনী ডেইলি ফুল ক্রিম মিল্ক পাউডার এবং দধি ল্যাব টেস্ট পরীক্ষায় মানসম্পন্ন না হওয়ায় নেসলে কিটক্যাট সরবরাহকারী প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক মোঃ মোজাম্মেল হোসেন, গোয়ালিনী ডেইলি ফুল ক্রিম মিল্ক পাউডারের আমদানিকারক এসএ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন আলম এবং দধি উৎপাদনকারী ও বিক্রয়কারী আমানিয়া বেকারি এন্ড সুইটস এর মালিক মোঃ শফিকুর রহমানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করার অপরাধে মোকাদ্দমা দায়ের করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান। বিজ্ঞ আদালত তাৎক্ষণিকভাবে মামলাগুলো আমলে নিয়ে প্রতিটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।