| বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে: ফখরুল মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান ১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেয়ার বার্তা নাহিদের সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলের জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে লাশের মিছিলে আরও ৫ জন, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩৪ আওয়ামী লীগ আমলে সাংবাদিকতা তলানিতে ছিল : প্রেস সচিব চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলির ঘটনায় বিক্ষোভ আগামী পাঁচ বছরে ১ লাখ দক্ষকর্মী নিবে জাপান ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ পিআর নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে মৃত ব্যক্তিকে ভোটের সুযোগ দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল ১১ তারিখের পর ৫ দফা না মানলে ঢাকার চিত্র পাল্টে দেয়ার হুশিয়ারী জামায়াতের পাখির খাদ্যের আড়ালে সাড়ে ৬ কোটি টাকার নিষিদ্ধ পপি বীজ জব্দ এক্সিম ব্যাংকের সাবেক এমডি সিরাজ গ্রেপ্তার মঞ্চ ৭১ মামলায় জামিন পেলেন লতিফ সিদ্দিকী রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ আ.লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে: প্রেস সচিব চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলিতে সরোয়ার নিহত নির্বাচনী গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩জন গুলিবিদ্ধ

সন্ধ্যা রাতেই উপকূল অতিক্রম করবে ‘সাধারণ ঘূর্ণিঝড়’

  • প্রকাশের সময় : Oct 2, 2025 ইং
সন্ধ্যা রাতেই উপকূল অতিক্রম করবে ‘সাধারণ ঘূর্ণিঝড়’ ছবির ক্যাপশন: সন্ধ্যা রাতেই উপকূল অতিক্রম করবে ‘সাধারণ ঘূর্ণিঝড়’
ad728
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বর্তমানে একটি সাধারণ ঘূর্ণিঝড় (জেটিডব্লিউসি অনুযায়ী ১ মিনিট স্থিতিতে) অবস্থান করছে। তবে ৩ মিনিটের স্থিতির হিসেবে এটি এখনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। এটি এখন একটি অতি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে, যার গতি ও প্রকৃতি ‘সাধারণ ঘূর্ণিঝড়’ মাত্রার খুব কাছাকাছি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঢাকা পোস্টকে জানিয়েছে, এই সিস্টেমটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূলের নিকটবর্তী হওয়ায় এটির আর তেমন শক্তি সঞ্চয় করার সুযোগ নেই। বরং এটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশে সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিডব্লিউওটি জানিয়েছে, যদিও এই সিস্টেমটি দক্ষিণ উড়িশা উপকূলে আঘাত হানতে পারে, তবুও এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়ায় আজ এবং আগামীকাল (৩ অক্টোবর) বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় প্রায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃষ্টিপাত সম্পর্কেও বিডব্লিউওটি তথ্য দিয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর দিয়ে একটি বৃষ্টিবলয় সক্রিয় রয়েছে, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিপাত ৫ বা ৬ অক্টোবর পর্যন্ত দেশের অধিকাংশ অঞ্চলে অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সময়ের শেষদিকে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : রাজধানী টিভি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ