| বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে: ফখরুল মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান ১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেয়ার বার্তা নাহিদের সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলের জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে লাশের মিছিলে আরও ৫ জন, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩৪ আওয়ামী লীগ আমলে সাংবাদিকতা তলানিতে ছিল : প্রেস সচিব চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলির ঘটনায় বিক্ষোভ আগামী পাঁচ বছরে ১ লাখ দক্ষকর্মী নিবে জাপান ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ পিআর নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে মৃত ব্যক্তিকে ভোটের সুযোগ দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল ১১ তারিখের পর ৫ দফা না মানলে ঢাকার চিত্র পাল্টে দেয়ার হুশিয়ারী জামায়াতের পাখির খাদ্যের আড়ালে সাড়ে ৬ কোটি টাকার নিষিদ্ধ পপি বীজ জব্দ এক্সিম ব্যাংকের সাবেক এমডি সিরাজ গ্রেপ্তার মঞ্চ ৭১ মামলায় জামিন পেলেন লতিফ সিদ্দিকী রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ আ.লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে: প্রেস সচিব চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলিতে সরোয়ার নিহত নির্বাচনী গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩জন গুলিবিদ্ধ

জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য কিছু করার শেষ সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের জন্য কিছু করতে এটাকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। কমিটমেন্ট- সুন্দর গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এটা ইসির একার পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা লাগবে। সবাইকে নিয়ে এগোতে হবে। এটাই শেষ সুযোগ। জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাবাহিক সংলাপের তৃতীয় দিনে এই মতবিনিময় হচ্ছে।

  • প্রকাশের সময় : Oct 7, 2025 ইং
জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি ছবির ক্যাপশন:
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য কিছু করার শেষ সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের জন্য কিছু করতে এটাকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। কমিটমেন্ট- সুন্দর গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এটা ইসির একার পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা লাগবে। সবাইকে নিয়ে এগোতে হবে। এটাই শেষ সুযোগ। জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাবাহিক সংলাপের তৃতীয় দিনে এই মতবিনিময় হচ্ছে।

সিইসি বলেন, নির্বাচন নিয়ে নতুন অনেক ইনিশিয়েটিভ নিয়েছি। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সোশাল মিডিয়ার অপতথ্য মোকাবেলা করতে হবে।

সংলাপে উপস্থিত নির্বাচন বিশেষজ্ঞদের উদ্দেশে তিনি বলেন, মাঠে ময়দানে যারা কাজ করেছেন তাদের মুখ থেকে শুনবো। কীভাবে কীভাবে জালিয়াতি করা যায়; সে অভিজ্ঞতাও আপনাদের অনেকের আছে। আপনারা দীর্ঘদিন কাজ করেছেন ইসিতে, ইলেকশনকে ম্যানিপেুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার; আমাদের যাতে এ জিনিস না ঘটতে পারে সে পরামর্শ দেবেন।

সংলাপে নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে ইসির আটজন সাবেক কর্মকর্তা ও একজন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। সংখ্যায় কম হলেও তাদের কাছ থেকে গুণগত অভিজ্ঞতা চান সিইসি। তিনি বলেন, আপনারা এখানে কাজ করেছেন; প্র্যাকটিক্যালি জড়িত ছিলেন। আপনারা আমাদের চেয়ে বেশি জানেন। কোথায় কোথায় গ্যাপ থাকে; যেখানে ম্যানিপুলেট করার সুযোগ থাকে; গ্যাপগুলো যাতে বন্ধ করতে পারি।

সিইসি বলেন, আপনারা নির্বাচনের রিয়েল এক্সপার্ট, হাতে-কলমে কাজ করেছেন। আজ আমরা গর্বিত, আপনাদের পাশে পেয়েছি। সংস্কার কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন করেছি। আমাদের অনেক দায়িত্ব; স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা সেরে আমাদের হালকা করে দিয়েছে।

সংলাপে উপস্থিত নির্বাচন বিশেষজ্ঞের মধ্যে রয়েছেন- ইসির সাবেক কর্মকর্তা মো. জাকরিয়া, পর্যবেক্ষক সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান, ইসির সাবেক কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান, মো. নুরুজ্জামান তালুকদার, মিহির সারওয়ার মোর্শেদ, শাহ আলম, মীর মোহাম্মদ শাহজাহান, মিছবাহ উদ্দিন আহমদ, মো. শাহেদুন্নবী চৌধুরী এবং মাহফুজা আক্তার।

সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নিয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

২৮ সেপ্টেম্বর রোববার নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সংলাপ পর্ব শুরু করে ইসি। এ ধারাবাহিকতায় সোমবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দুই পর্বে এ আলোচনা চলে। মঙ্গলবার সকালে নির্বাচন বিশেষজ্ঞ ও দুপুরে নারী নেত্রীদের সঙ্গে এ মতবিনিময় হচ্ছে। এ সংলাপ এক থেকে দেড় মাস চলবে। নিবন্ধিত দলগুলোর সঙ্গেও চলতি মাসে বসার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : রাজধানী টিভি

কমেন্ট বক্স
প্রিজাইডিং অফিসারের নেতৃত্ব ভালো হলে নিরপেক্ষ  নির্বাচন না হ

প্রিজাইডিং অফিসারের নেতৃত্ব ভালো হলে নিরপেক্ষ নির্বাচন না হ

ad300