ChatGPT said:
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে কোনো চাপের কাছে নতিস্বীকার না করে আইন ও নিয়ম মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ইউএনওদের উচিত হবে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থেকে নিরপেক্ষতা বজায় রেখে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া এবং আইন অনুযায়ী কাজ করা। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউএনওদের নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
সিইসি নাসির উদ্দীন বলেন, "কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন—এমন যেন না হয়।" তিনি ইউএনওদের নির্বাচনী কাজে অন্যান্য সব সংস্থার সঙ্গে সমন্বয়ের উপর জোর দিয়ে বলেন, সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশন সব ধরনের সহায়তা করবে এবং কোনো ধরনের রাজনৈতিক বা বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। সিইসি আরও বলেন, যে দায়িত্বই পালন করতে হোক, তা যেন আইনসম্মত, নিরপেক্ষ ও ন্যায়ের পথে থেকে করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আব্দুর রহমানেল মাছউদ। স্বাগত বক্তব্য দেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
আবুল ফজল মো. সানাউল্লাহ তার বক্তব্যে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আচরণবিধিতে কিছু পরিবর্তন আসতে পারে, তাই সেই পরিবর্তনগুলো মাথায় রাখতে হবে। এছাড়া প্রবাসীদের ভোটগ্রহণের জন্য ওসিভি (Out of Country Voting) এবং নির্বাচনী কার্যক্রমে যুক্তদের জন্য আইসিপিভি (In Country Postal Voting) সম্পর্কে ইউএনওদের ধারণা দেন তিনি। তিনি জানান, আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য অনলাইন অ্যাপ উন্মুক্ত করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মুখ্য ভূমিকা থাকবে এবং এখন থেকেই এমন একটি নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে, যাতে জনগণের আস্থা অর্জন করা যায়। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার সংস্কৃতি গড়ে তুলতে হবে এখন থেকেই।