বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার নেতৃত্ব একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা হবে।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূঞাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অনির্বাণ আমীর দুখু, তরিকুল ইসলামসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতারা। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন নেতাকর্মীরা।
আব্দুস সালাম পিন্টু বলেন, দীর্ঘদিন নির্যাতন সহ্য করে আন্দোলন করতে হয়েছে, দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যার নীলনকশা করেছিল। বর্তমানেও ষড়যন্ত্র চলছে।