বিরতির পর ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—এই তিন সিনেমা দিয়ে চমক দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল প্রিয় তারকার নতুন ছবি ও লুক দেখার। অবশেষে নিজের ৬০তম জন্মদিনে নতুন সিনেমা ‘কিং’–এর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অভিনেতা।
জন্মদিন উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে প্রকাশ করা হয়েছে ছবিটির টিজার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখকে আবার অ্যাকশন তারকা হিসেবে দেখা যাবে।
শনিবার টিজার প্রকাশের পর থেকেই ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে শাহরুখ খানকে দেখা গেছে সম্পূর্ণ নতুন লুকে। ধূসর চুলে এমন লুকে আগে কখনো অভিনেতাকে দেখা যায়নি। দৃঢ় ভঙ্গিতে পর্দায় হাজির হয়ে তিনি বলেন, ‘কত রক্ত বইছে, মনে নেই। খারাপ নাকি ভালো; দেখিনি। কেবল দেখেছি, শেষবারের মতো শ্বাস নিতে।’
টিজারে দ্রুতগতির অ্যাকশন দৃশ্য, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ও রোমাঞ্চকর আবহসংগীতের ব্যবহার দারুণ পছন্দ করেছেন ভক্তরা। ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টারের পর আবারও শাহরুখের সঙ্গে কাজ করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
এই ছবির সবচেয়ে বড় চমক হলো, এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের। এর আগে সুহানাকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেলেও, এই ছবিতেই তাঁর বড় পর্দার যাত্রা শুরু। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুরসহ একঝাঁক তারকা।
জানা গেছে, ‘কিং’ ছবির গল্পের প্রেরণা এসেছে ১৯৯৪ সালের ফরাসি ক্ল্যাসিক ‘লিয়ন: দ্য প্রফেশনাল’ থেকে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।