কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরাম আবাসনগামী খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও নতুন করে কোনো ব্রিজ নির্মাণ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই গ্রামের পাঁচ হাজারের বেশি মানুষ। তাদের একমাত্র ভরসা এখন একটি অস্থায়ী ড্রামের ভেলা, যেখানে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষ।
জানা যায়, দুর্যোগ ও ত্রাণ বিভাগের অধীনে নির্মিত ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণের মাত্র তিন মাস যেতে না যেতেই ভেঙে পড়েছিল। ছয় বছর ধরে এটি মেরামত বা পুনর্নির্মাণ না হওয়ায় স্থানীয়রা নিজেরাই ড্রামের ভেলা তৈরি করে পারাপার হচ্ছেন।
স্থানীয় গ্রামবাসী আবেদ আলী, মকবুল ও পনির উদ্দিন জানিয়েছেন, সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে তারা জীবনের ঝুঁকি নিয়ে ভেলায় যাতায়াত করছেন এবং প্রায় সময়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্কুলগামী শিক্ষার্থী জেসমিন, রুবেল ও নুরনাহার জানায়, দীর্ঘদিন ধরে ড্রামের ভেলাতে করে ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে। প্রায়ই ভেলা থেকে পড়ে বইপত্র ভিজে যায়। দ্রুত একটি নতুন ব্রিজ তৈরি হলে তাদের স্কুল যাতায়াতের সুবিধা হবে।
জনদুর্ভোগের এই চিত্র নিয়ে স্থানীয় প্রশাসনের মধ্যে রয়েছে পরস্পরবিরোধী বক্তব্য। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিরাজ উদ্দৌলা জানান, খালের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় আগের ব্রিজটি ভেঙে পড়েছিল। বর্তমানে খালের দৈর্ঘ্য আরও বৃদ্ধি পাওয়ায় সেখানে নতুন করে ব্রিজ নির্মাণ সম্ভব নয়।
অন্যদিকে, উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান বলেন, যেহেতু আগের ব্রিজটি দুর্যোগ মন্ত্রণালয় করেছে, তাই রাস্তার কোনো আইডি নেই। আইডি ছাড়া ওই রাস্তায় কোনো ধরনের ব্রিজ নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব নয়।
এলাকাবাসী ও সুধীজন প্রত্যাশা করছেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেবেন।
আলমগীর হোসেন আসিফ/রাজধানী