নিজস্ব প্রতিবেদক : শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইদ্রিস আলীর বিরুদ্ধে নারী ঘটিত কেলেঙ্কারীর বিভিন্ন অভিযোগ পাওয়ায় এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তার সদস্যপদ সাময়িক ভাবে স্থগিত ও তাকে দল থেকে সাময়িক বহিষ্কৃত করা হয়েছে বলে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে জানান হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ ইদ্রিস আলীর বিরুদ্ধে উপজেলায় নারী ঘটিত বিভিন্ন কেলেঙ্কারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়ে চলেছে। যাতে দলের ভাবমূর্তি ব্যাপক ভাবে ক্ষুন্ন ও কলঙ্কিত হয়েছে বলে মনে করে জেলা বিএনপি । এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাদেরকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রবিবার (২ নভেম্বর) রাতে জরুরি এক বৈঠকে মৌলভীবাজার বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন ও আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এ নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ইদ্রিস আলী ইতিপূর্বে বহু অপরাধে অপরাধী বলে জানা যায়। সে বেশ কয়েকবার মামলায় দোষি সাব্যস্থ হয়ে জেলও খেটেছেন। তিনি শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে নারীদের বিভিন্ন প্রলোভোন দেখিয়ে ধর্ষন ও প্রতারণা করে যাচ্ছেন। এছাড়া জানা গেছে এই ইদ্রিস আলী সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের ঘনিষ্টজন ছিল বলে কথিত। সে সময় তিনি চাঁদাবাজি মাস্টার নামেও অভিহিত ছিলেন।