বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে। তবে এই উত্তরণকে কেবল সাফল্যের মাইলফলক হিসেবে না দেখে সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপিকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত মতামত প্রকাশ করেন।
তারেক রহমান সতর্ক করে বলেন, যথাযথ প্রস্তুতি ছাড়া অগ্রসর হলে অর্থনীতি ও জনগণ চাপের মুখে পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করে উল্লেখ করেন, এলডিসি সুবিধা হারালে তৈরি পোশাক খাত প্রতিযোগিতা সক্ষমতা হারাতে পারে। পাশাপাশি স্বল্পসুদে ঋণ ও সাহায্যের প্রবাহ কমে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ঋণের চাপ বাড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র বিশেষ সুবিধা যেমন ভর্তুকি ও ওষুধের পেটেন্ট ছাড় আর থাকবে না, ফলে প্রয়োজনীয় ওষুধের দাম বেড়ে যেতে পারে। একইসঙ্গে এক খাতনির্ভর রপ্তানি অর্থনীতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এই পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়ে তিনি কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। তার মধ্যে রয়েছে—পোশাক খাতের বাইরে তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও মূল্য সংযোজিত শিল্পে রপ্তানি বৈচিত্র্য আনা, সরকারি প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা জোরদার করা, উৎপাদনশীলতা ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্য সুবিধা ও সবুজ অর্থায়ন বাস্তবায়ন করা।
তিনি আরও বলেন, দেশের শ্রমিক, কৃষক ও তরুণ প্রজন্মকে দুর্বল অবস্থায় ফেলে রাখা যাবে না। এলডিসি থেকে উত্তরণের সুফল পেতে হলে এখনই বাস্তব পদক্ষেপ ও অগ্রগতি নিশ্চিত করা জরুরি।