নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ৩১টি মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এতে অন্য নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশ নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত রবিবার (২৬ অক্টোবর) সরকারের ৩১ মন্ত্রণালয় বা বিভাগকে চিঠি পাঠায় ইসি।
ওই চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে সিইসির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। মূলত: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে এ সভায় আলোচনা ও মত বিনিময় করা হচ্ছে বলে ইসির গণসংযোগ বিভাগ সূত্রে জানান হয়েছে।