রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে গিয়ে ভোট করব। যখন সময় আসবে, তখন করব।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো।
জানা গেছে, আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করতে চান এবং তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি এর আগে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।