| বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে: ফখরুল মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান ১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেয়ার বার্তা নাহিদের সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলের জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে লাশের মিছিলে আরও ৫ জন, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩৪ আওয়ামী লীগ আমলে সাংবাদিকতা তলানিতে ছিল : প্রেস সচিব চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলির ঘটনায় বিক্ষোভ আগামী পাঁচ বছরে ১ লাখ দক্ষকর্মী নিবে জাপান ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ পিআর নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে মৃত ব্যক্তিকে ভোটের সুযোগ দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল ১১ তারিখের পর ৫ দফা না মানলে ঢাকার চিত্র পাল্টে দেয়ার হুশিয়ারী জামায়াতের পাখির খাদ্যের আড়ালে সাড়ে ৬ কোটি টাকার নিষিদ্ধ পপি বীজ জব্দ এক্সিম ব্যাংকের সাবেক এমডি সিরাজ গ্রেপ্তার মঞ্চ ৭১ মামলায় জামিন পেলেন লতিফ সিদ্দিকী রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ আ.লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে: প্রেস সচিব চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলিতে সরোয়ার নিহত নির্বাচনী গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩জন গুলিবিদ্ধ

৫ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল

  • প্রকাশের সময় : Jul 6, 2025 ইং
৫ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
গত মাসে ইসরাইল-ইরানের মধ্যে সংঘটিত ১২ দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরাইলের পাঁচটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হেনেছে। 

শনিবার প্রথমবারের মতো টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, যেখানে অরেগন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটা উদ্ধৃত করা হয়েছে।

ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল স্থানগুলোতে আঘাতের বিস্তারিত বিবরণ সামরিক সেন্সরশিপ নিয়মের কারণে ইসরাইলে প্রকাশ করা নিষিদ্ধ।

কর্তৃপক্ষের যুক্তি, এই তথ্য ইরানকে তাদের মিসাইলগুলোকে আরও সঠিকভাবে ক্যালিব্রেট করতে সাহায্য করতে পারে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে টেল নোফ বিমান ঘাঁটি, গ্লিলট গোয়েন্দা ঘাঁটি এবং জিপ্পোরিট অস্ত্র ও যানবাহন উৎপাদন কেন্দ্র। 

এই প্রতিবেদনটি টেলিগ্রাফ কর্তৃক অরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত রাডার ডেটার ভিত্তিতে তৈরি করা হয়েছে, যারা স্যাটেলাইট মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বোমা ক্ষয়ক্ষতি ট্র্যাক করে।

প্রতিবেদন অনুসারে, ইসরাইল-ইরান যুদ্ধের সময় ছয়টি রকেট দিয়ে পাঁচটি আইডিএফ ঘাঁটিতে আঘাত করা হয়। 

ইসরাইল, গত ১৩ জুন, ইরানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি ধ্বংস করার জন্য এই অভিযান শুরু করেছিল।

সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা ছয়টি রকেট ছাড়াও, ইসরাইলি ও আমেরিকান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে আরও ৩৬টি মিসাইল ইসরাইলের ভেতরে আঘাত হানে। এতে ২৮ জন নিহত হয়, ২৪০টি ভবনে ২,৩০৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, দুটি বিশ্ববিদ্যালয় ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং ১৩,০০০-এর বেশি ইসরাইলি বাস্তুচ্যুত হয়।

১২ দিনের যুদ্ধে ইরান মোট ৫০০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ইসরাইলের দিকে নিক্ষেপ করেছিল। 

এছাড়া প্রায় ১,১০০ ড্রোন পাঠানো হয়েছিল, যার মধ্যে মাত্র একটি ইসরাইলের ভেতরে আঘাত হানে।

যদিও সামগ্রিকভাবে মিসাইল প্রতিরোধের সাফল্যের হার বেশি ছিল, তবুও প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধের প্রথম আট দিনে প্রতিদিনই ক্রমবর্ধমান সংখ্যক ইরানি মিসাইল ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।

টেলিগ্রাফের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের সপ্তম দিন নাগাদ প্রায় ১৬% মিসাইল ইসরাইলি ও আমেরিকান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পেরেছিল।

মিসাইল প্রতিরোধের হার কমে যাওয়ার কারণ স্পষ্ট নয়, তবে টেলিগ্রাফ উল্লেখ করেছে যে ইসরাইল সম্ভবত সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তের জন্য তাদের ইন্টারসেপ্টর মিসাইল সংরক্ষণ করছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল যুদ্ধের সময় জানিয়েছিল যে ইসরাইলের অ্যারো ইন্টারসেপ্টর মিসাইল প্রায় শেষ হয়ে যাচ্ছিল এবং তাদের এখন কোন মিসাইল প্রতিরোধ করতে হবে আর কোনটি ছেড়ে দিতে হবে তা বেছে নিতে হবে। তবে আইডিএফ এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে জানায় যে তারা হুমকি মোকাবিলার জন্য আগে থেকেই পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছিল।

ইন্টারসেপশন হ্রাস পাওয়ার আরেকটি কারণ হিসেবে টেলিগ্রাফ ইরান কর্তৃক নিক্ষিপ্ত মিসাইলের ধরনকে চিহ্নিত করেছে। তাদের ধারণা, এগুলো আরও উন্নত প্রযুক্তির ছিল, ফলে এগুলো ধ্বংস করা কঠিন ছিল।

১৯ জুন অন্তত একটি নিশ্চিত ঘটনায় দেখা গিয়েছিল যে ইরান ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করে ইসরাইলকে আক্রমণ করেছিল, যা প্রায় ৮ কিলোমিটার (৫ মাইল) ব্যাসার্ধে ২০টি ছোট মারণাস্ত্র ছড়িয়ে দেয়। এর মধ্যে একটি ২.৫ কেজি বিস্ফোরক ওয়ারহেডযুক্ত ছোট মারণাস্ত্র আজোর শহরের একটি বাড়িতে আঘাত হানে, যা একটি ছোট রকেটের সমতুল্য ক্ষতি করে।

সামরিক স্থাপনায় আঘাতের বিষয়ে টেলিগ্রাফের প্রশ্নের উত্তরে আইডিএফ জানায় যে তারা এই বিষয়ে কোন মন্তব্য করবে না।

সূত্র: দ্য টেলিগ্রাফ, টাইমস অব ইসরাইল


নিউজটি আপডেট করেছেন : রাজধানী টিভি

কমেন্ট বক্স
দেশের মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ: ইসি সচিব

দেশের মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ: ইসি সচিব

ad300