দীর্ঘদিনের আলোচনা শেষে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নারী বিভাগের নতুন পরিচালক আব্দুর রাজ্জাকের প্রতিশ্রুতির বাস্তবায়ন করে সোমবার (৩ নভেম্বর) বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে থাকা চার ক্যাটাগরির ১৫ জন নারী ক্রিকেটারের ইনক্রিমেন্ট গত জুলাই মাস থেকে কার্যকর হবে। অর্থাৎ, এক বছরের জন্য (জুলাই থেকে জুন) এই নতুন বেতন কাঠামো কার্যকর থাকবে।
নতুন কাঠামোয় নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ক্যাটাগরি অনুযায়ী বেতনের পার্থক্য হলো: ‘এ’ ক্যাটাগরির বেতন পূর্বে ১ লাখ ২০ হাজার টাকা ছিল, যা বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরির বেতন ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরির বেতন ৭০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ৯৫ হাজার টাকা হয়েছে এবং ‘ডি’ ক্যাটাগরির বেতন ৬০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকায়।
এছাড়াও, জাতীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা জাতীয় দলে সুযোগ পেলে প্রতি মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। অধিনায়ক মাসে অতিরিক্ত ৩০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক অতিরিক্ত ২০ হাজার টাকা পাবেন।
বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নারী ক্রিকেটের ক্রমবর্ধমান সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করেই এই নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে। তিনি বলেন, আমাদের নারী দল আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।
কেন্দ্রীয় চুক্তির তালিকা: ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা। ‘বি’ ক্যাটাগরিতে ফারজানা হক পিংকি, রিতুমনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান, সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে স্বর্ণা আক্তার এবং ‘ডি’ ক্যাটাগরিতে সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা ও নিশিতা আক্তার নিশি।