ইন্টারন্যাশনাল
ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার অক্টোবরের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এই মাসে সেরা হওয়ার জন্য ছেলেদের ক্যাটাগরিতে লড়ছেন তিন জন স্পিনার— পাকিস্তানের নোমান আলী, আফগানিস্তানের রশিদ খান এবং দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুস্যামি।
গত মাসে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ ড্র হয়, যেখানে দুই দল থেকেই খেলোয়াড় মনোনীত হয়েছেন। এছাড়া বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলা আফগানিস্তানের তারকা স্পিনারও এই তালিকায় জায়গা পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুস্যামি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১৮.৩৬ গড়ে ১১ উইকেট নেন এবং ব্যাটিংয়ে ৫৩ গড়ে ১০৬ রান করেন। প্রথম টেস্টে সফল না হলেও দ্বিতীয় টেস্টে তাঁর অপরাজিত ৮৯ রান সিরিজে সমতা ফেরাতে সাহায্য করে।
অন্যদিকে, পাকিস্তানের নোমান আলী প্রথম টেস্ট জয়ে অবদান রেখে চার ইনিংসে ১৪ উইকেট নেন, যার মধ্যে প্রথম ম্যাচেই ছিল তাঁর ১০ উইকেট। আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান অক্টোবরে সব মিলিয়ে ১৪ উইকেট নেন; বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি ফাইফারের দেখা পান এবং একই সিরিজে দুইবার তিনটি করে উইকেট নেন।
মেয়েদের ক্যাটাগরিতে সেরা হওয়ার দৌড়ে আছেন ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে খেলা ভারতের স্মৃতি মান্ধানা, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।